আমাদের সরাইলব্রাহ্মণবাড়িয়া প্রতিদিন
সরাইলে ঈদবস্ত্র নিয়ে হতদরিদ্রের পাশে ‘পাঠান মানব কল্যাণ সংস্থা’

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নে হতদরিদ্র অর্ধ শত মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদবস্ত্র বিতরণ করেছে পাঠান মানব কল্যাণ সংস্থা।
সোমবার (২ মে) বিকালে তেলিকান্দির পাঠান বাড়িতে এ ঈদবস্ত্র বিতরণ করা হয়।
ঈদবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন সভাপতি আব্দুল হামিদ ( সাবেক মেম্বার), মোঃ কামাল উদ্দিন ( সাবেক মেম্বার তেলিকান্দী),আবু হানিফা, মোঃ শরীফ, মোঃ এমদাদুল, গোলাপ মিয়া, মোবারক মিয়া, মোঃ কায়েম মিয়া, রাকিব মিয়া প্রমুখ।
এসময় মোঃ কামাল পাঠান বলেন , আমরা প্রতি রমজানের ঈদে এবং অন্য যেকোন সময় মানুষের পাশে থাকি এবং হত দরিদ্রের পাশে থেকে সাহায্য সহযোগীতা করি।
(পুবের আলো/ইফরান)