সরাইলে স্বেচ্ছাসেবক লীগের ইফতার ও দোয়া মাহফিল; প্রধানমন্ত্রীর জন্য দোয়া কামনা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) উপজেলার সদর ইউনিয়নের সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময়, সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ আমিন খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মঈনউদ্দীন মঈন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
সরাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক এড. আব্দুর রাশেদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের প্রতিবন্ধী ও উন্নয়ন বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট লোকমান হোসেন, সাধারন সম্পাদক এম সাইদুজ্জামান আরিফ, উপজেলা কৃষক লীগের সভাপতি শফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজ্বী মাহফুজ আলী, কেন্দ্রীয় যুবলীগের সদস্য নাজিম উদ্দিন ভাসানী, জেলা পরিষদ সদস্য পায়েল হোসেন মৃধা।
মো হোসেন মিয়া’র সঞ্চালনায় সরাইল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ বাবুল হোসেন, শেখ রাজিবুর রহমান, সিরাজুল ইসলাম, জিয়ামুল হক, মোঃ ফারুক হোসেন, সাদ্দাম হোসেন, উপজেলা ছাত্রলীগের দুজন সভাপতি প্রার্থী মোঃ শরীফ উদ্দিন ও ইসতিয়াক আহমেদ বাপ্পি উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মঈনউদ্দিন মঈন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
এছাড়াও উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(পুবের আলো/ইফরান)