ব্রাহ্মণবাড়িয়া প্রতিদিন
ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান; গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ১

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজা ও ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ গ্রেফতার হয়েছে জিয়া পরমানিক (৪২) নামে এক মাদক ব্যবসায়ী।
শনিবার (২৩ এপ্রিল) রাত ১:৩০ টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের খরমপুরের হামিদ মিয়ার চা দোকানের সামনের পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামি জিয়া জামালপুর জেলার মেলান্দহ থানার মোঃ সমেদ আলীর ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম এর দিক নির্দেশনায় এসআই গৌতম চন্দ্র দে ও এ এস আইনসাইজ উদ্দিন, সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
(পুবের আলো/ইফরান)