মাদক বিরোধী অভিযানে ৩০ দিনে সরাইল পুলিশের সাফল্য

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে স্বস্তির নিঃশ্বাস ফেলছে স্থানীয় সুশীল সমাজ। একদিকে যেমন মাদক বিরোধী অভিযান দিয়ে প্রশংসা’য় ভাসছে পুলিশ, তেমনি পুলিশের এই অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদক।
আজ মঙ্গলবার (৫ এপ্রিল) সরাইল থানা থেকে প্রেরিত এক বার্তায় জানা যায় সরাইল থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন–এর নেতৃত্বে গত মার্চ মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে পুলিশ।
এ বিষয়ে ১৮ টি মাদক মামলা দায়ের করে এসকল মামলায় ২৯ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ কর্তৃক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৪৯ কেজি গাঁজা, ৫৭ বোতল ফেন্সিডিল, ১৮ বোতল এস্কফ, ১০৫৭ পিচ ইয়াবা, ১০২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
পুলিশের এই সফলতায় আনন্দিত হওয়ার পাশাপাশি পুলিশ সদস্যদের ধন্যবাদ জানিয়েছে স্থানীয় সুশীল সমাজের নেতৃত্ববৃন্দ।
এ বিষয়ে সরাইল থানা পুলিশ, মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করতে সকলকে আহ্বান জানিয়েছে।
(পুবের আলো/ইফরান)