রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়ল ২৩ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ। মাছটি ৩২ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মাছটি রহমান শেখের জালে ধরা পড়ে।
জেলে রহমান শেখ বলেন, ভোরের দিকে দৌলতদিয়া ৬ নম্বব ফেরিঘাটের নিচে আমরা কয়েকজন জাল ফেলে বসে থাকি। হঠাৎ জালে একটি জোরে ঝাঁকুনি দিলে বুঝতে পারি বড় কোনো মাছ জালে আটকা পড়েছে।
তখন অনেকটা সময় নিয়ে কয়েকজন মিলে মাছটি নৌকায় ওঠাতে সক্ষম হই। পরে দৌলতদিয়া মাছ বাজারে নিয়ে গিয়ে মাছটি বিক্রি করে দিই।
দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, জেলে রহমানের কাছ থেকে ১৪০০ টাকা দরে মাছটি কিনে নিই। এখন ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১৫০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করা হবে বলে জানান তিনি।
সূত্রঃ যুগান্তর
(পুবের আলো/ইফরান)