তাসলিম সুলতানা খানম নিশাত। পেশায় একজন আইনজীবী হলেও তিনি ব্রাহ্মণবাড়িয়ায় নারী উদ্যোক্তাদের মাঝে একজন সফল মানুষ। তাঁর চিন্তাভাবনা সুদূর প্রসারী। একজন স্বপ্নবাজ মানুষও তিনি। সমাজের সুবিধা বঞ্চিত নারীদের স্বাবলম্বী করতে তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছেন তিনি।
মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে তিনি তার উপযুক্ত সম্মানও লাভ করেছেন ইতোমধ্যে। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিশিষ্ট নারী নেত্রী ও সমাজসেবী এডভোকেট তাসলিম সুলতানা খানম নিশাত চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন। গত ১০ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা ও সনদ প্রদান করা হয়।
জানা গেছে, তাসলিম সুলতানা খানম নিশাত তার অভিন্ন পরিশ্রমের মাঝে সমাজের অবহেলিত নারীদের আত্মকর্মসংস্থানে দিয়েছেন ট্রেনিং। তাদেরকে বেঁচে থাকার সংগ্রামে করছেন স্বাবলম্বী। তাঁর উল্লেখ্যযোগ্য কাজের মধ্যে- তিনি জেলার সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঋষি সম্প্রদায়ের অবহেলিত নারীদের জীবন বদলে দিতে নানা পদক্ষেপ গ্রহণ করেন। সেখানে স্থায়ী প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করে ঋষিপাড়ার ৩৭৫ পরিবার থেকে একজন করে সদস্য নিয়ে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করেন। তাদের মধ্যে নিয়মিত প্রশিক্ষণ নিয়ে ইতোমধ্যে ৫০ জনেরও বেশি নারী নিজের জীবন বদলাতে সক্ষম হয়েছেন। এছাড়াও তিনি সদর উপজেলার ১১টি ইউনিয়নে এক হাজারেরও বেশি নারীকে প্রশিক্ষিত করেছেন।
সমাজে অবহেলিত হিজড়া জনগোষ্ঠীর কল্যাণে অনবদ্য ভূমিকা রেখেছেন তাসলিম সুলতানা খানম নিশাত। সেলাই প্রশিক্ষণ, বিউটির্শিয়ানসহ বিভিন্ন উন্নয়নমূখী কাজে তাদেরকে তিনি সুদক্ষ মানুষ হিসেবে গড়ে তুলেন। এছাড়া তিনি সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় গ্রামীণ জনপথের নারীদের হাঁস-মুরগী পালনের জন্য আর্থিক অনুদানের কাজে বিশেষ ভূমিকা রেখেছেন।
উল্লেখ্য, তাসলিম সুলতানা খানম নিশাত নারী উন্নয়ন ফোরামের প্রকল্প ‘অপারিজতা’র জন্যে বিভাগীয় পর্যায়ে উদ্ভাবনী পুরস্কার অর্জন করেছেন। জাতিসংঘের ইউএন উইম্যান এবং ইউএন সিডিএফ প্রতিনিধিদল সহ দেশ-বিদেশের বিভিন্ন প্রতিনিধি দল তাঁর এসব মানবকল্যাণ মুলক কাজের ভূয়সী প্রশংসা করেছেন। প্রতিবন্ধীদের সেবায়ও দীর্ঘ সময় ধরে নিয়োজিত রয়েছেন এই মানবিক নারী নেত্রী।
(পুবের আলো/ইফরান)